নিয়ে এলাম হালের জনপ্রিয় নায়ক দেব অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা চ্যালেঞ্জ-২ !!
ডাউনলোড করার আগে মুভি সম্পর্কিত কিছু তথ্য দিয়ে নেইঃ
পিএস অফিসার অভিরাজ রায় ওরফে অভি (দেব) একজন সাহসী মুম্বাই পুলিশ । তিনি মিশনে নামেন এক কুখ্যাত মাফিয়া ডন নায়েক (Ashish Vidyarthi) কে ধরতে, যে অবৈধ ড্রাগ ব্যবসা, চাঁদাবাজি ও অস্ত্র পাচারের সাথে জড়িত । তাঁর পিতা (তাপস পল), যিনি একজন আধ্যাত্মিক মূল্যবোধসম্পন্ন ও সমাজকল্যাণকর রাজনীতিবিদ ছিলেন - একটি মারাত্মক দুর্ঘটনার শিকার হন । পরে জানা যায় যে আসলে তার বাবা বেঁচে থাকলেও অসুস্থ অবস্থায় কোমাতে । এই সত্য তাদের পরিবারের কাছ থেকে লুকানো হয় ।অভি মাফিয়া ডনকে ধরতে ছদ্দবেশে থাকে । একটি গোপন অপারেশনে অভি মাফিয়া ডন এর ভাই (সুরজিত সেন)-কে গ্রেপ্তার করে ও জানতে পারে যে তার পিতার দুর্ঘটনার পিছনে এক দুর্নীতিগ্রস্ত বিরোধী নেতার হাত ছিল !!
স্ক্রিনশট ও ভিডিও সম্পর্কিত বিস্তারিতঃ
Post a Comment